নিজস্ব প্রতিবেদকঃ টস জিতে আগে বল হাতে নামা বাংলাদেশকে শুরুর সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’দাউদকে ইনিংস বড় করতে দেন নি এই টাইগার পেসার। এরপর নিয়েছেন আরও ৩ উইকেট। নিজের ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে যা তৃতীয় ৪ উইকেট শিকার তার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। যদিও তারা শুরুটা পেয়েছিল ঝোড়ো। ওপেনার ম্যাক্স ও’দাউদ ১৫ বলে খেলেন ২৩ রানের ইনিংস। তাসকিন স্বাগতিকদের এনে দেন শুরুর উইকেট। এরপর একাদশে ফেরা সাইফ হাসানও করেন দারুণ বল। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।
আগে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ২৫ রান তুলে নেয়। তবে চতুর্থ ওভারে বল হাতে নিয়েই ডাচদের উদ্বোধনী জুটি ভেঙে দেন তাসকিন। প্রথম বলেই তিনি ফেরান ২৩ রান করা ম্যাক্স ও’দাউদকে। আরেক ওপেনার বিক্রমজিত সিং ১১ বলে ৪ রান করে বিদায় নেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করে সফরকারীরা। দুই ডাচ ওপেনারকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তিনে নামা তেজা নিদামানুরু ক্রিজে টিকে ছিলেন। অধিনায়ক স্কট এডওয়ার্ডস খেলেন ৭ বলে ১২ রানের ইনিংস। নিদামানুরু ২৬ বলে ২৬ রান করে বিদায় নেন। দুজনকেই ফিরিয়েছেন সাইফ হাসান।
১৪ বলে ১৫ রান করা শারিজ আহমেদকে ফেরান মুস্তাফিজুর রহমান। শেষ দিকে নিজের টানা দুই ওভারে কাইল ক্লেইন এবং নোয়াহ ক্রসকে ফেরান তাসকিন। আরিয়ান দাত ৮ বলে ১৩ রান করে টিকে ছিলেন। ১৪ বলে ১৬ রান করে আউট হয়েছেন টিম প্রিঙ্গল। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন তাসকিন। ২ উইকেট নেন সাইফ হাসান। মুস্তাফিজুর রহমান শিকার করেছেন ১ উইকেট। শেখ মেহেদি ৪ ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেন মাত্র রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০