স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজ ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলতে গত মাসে সিলেটে ছিলেন গুডাকেশ মোতি। কিন্তু সেখানে পিঠে চোট পান এই স্পিনার। আর সেই চোট সেরে না ওঠায় এবার উইন্ডিজের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়লেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের পরিবর্তিত দল ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ। মোতির বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ব্যাটার জনসন চার্লসকে। বিবৃতিতে আজ এই ওপেনারের নাম ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে উইন্ডিজ দলে আছেন চার্লস।
আমিরাতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের দলে শুরুতে ছিলেন না চার্লস। ডেভন থমাস নিষিদ্ধ হওয়ায় তাকে দলে যোগ করে উইন্ডিজ। প্রথম ম্যাচে ২৪ রান করেন তিনি। দ্বিতীয়টিতে ৩ ছক্কা ও ৮ চারে ৪৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে বিস্ফোরক এই ব্যাটসম্যান জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। টানা দুই জয়ে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে ক্যারিবিয়ানদের।
জিম্বাবুয়েতে ১৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাই। যা কিনা আগামী ৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে ওঠবে। সেই ছয় দল নিয়ে সুপার সিক্সের লড়াই হবে। যেখানে শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। আর সেই ফাইনালে খেলা দুই দলই নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপে খেলা।
আগামী ১৮ জুলাই উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে ও নেপাল মুখোমুখি লড়বে। অপর ম্যাচে মুখোমুখি হবে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ১৯ জুন দ্বিতীয় দিনের খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। অপর ম্যাচে লড়বে আয়ারল্যান্ড ও ওমান। ২৭ জুন পর্যন্ত গ্রুপের পর্বের সব খেলা চলবে।
বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নেওয়া দেশগুলোর মধ্য থেকে কেবল ওমান, যুক্তরাষ্ট্র ও নেপালের ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই। বাকি সাত দেশেরই কোনো না কোনো সময়ের রয়েছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এর মধ্যে শ্রীলঙ্কা আর উইন্ডিজ আবার শিরোপাও জিতেছে।
বাছাইয়ে গ্রুপ ‘এ’তে রয়েছে উইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। অপর গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
ওয়েস্ট ইন্ডিজ দল-
শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, জনসন চার্লজ, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, কিমো পল, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post