নিজস্ব প্রতিবেদক:: সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশকে ১৯ রানে হারিয়েছে সফরকারী ভারত। সিলেটের মাঠে জয় হয়েছে বৃষ্টিরই। বাংলাদেশ ইনিংসে বৃষ্টি বাগড়া দিয়েছিলো। অতিথি দলের ইনিংস শেষই করা যায়নি বৃষ্টির কারণে।
আগে ব্যাট করা বাংলাদেশ দল ১১৯ রানে অলআউট হয়েছিলো। জবাবে ব্যাট করতে নামা ভারত ৫.২ ওভারে এক উইকেটে ৪৭ রান তুলতেই বৃষ্টি আঘাত হানে ম্যাচে। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ অফিসিয়ালরা বৃষ্টি আইনে ভারতকে ১৯ রানে জয়ী ঘোষণা করেন।
পাঁচ ম্যাচের সিরিজে সফরকারী ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেলো। সিরিজের বাকী তিনটি ম্যাচও সিলেটে অনুষ্টিত হবে। তবে বৃষ্টি শঙ্কা জাগাচ্ছে বেশ।
Discussion about this post