নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সিলেটে রয়েছে নেদারল্যান্ডস দল। শনিবার শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে ডাচরা বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচে ক্যামিও ইনিংস খেলেছিলেন দলতির ওপেনার ম্যাক্স ও’দাউদ। তবে পরের দিনই তিনি যেন বনে গেলেন সাংবাদিক!
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সতীর্থ নোয়াহ ক্রোসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে বসে ভিডিও ধারণ করলেন ম্যাক্স। সাথে করলেন ২টি প্রশ্নও। সতীর্থের প্রশ্নের জবাবও দিয়েছেন ক্রোস। সংবাদ সম্মেলনে ক্রোসকে নিয়ে প্রবেশ করেন দলটির মিডিয়া ম্যানেজার কোরি রুটগারস। তাদের পিছু পিছু সংবাদ সম্মেলনে হাজির হন ম্যাক্স। তারপর সোজা গিয়ে বসে পড়েন সাংবাদিকদের চেয়ারে। ডাচ মিডিয়া ম্যানেজারও মজা করে বলেন, ‘হ্যালো বন্ধুরা, ম্যাক্স আজ আমাদের সঙ্গে সাংবাদিক হিসেবে যোগ দিয়েছে।’
সিলেটের দর্শক নিয়ে করা ম্যাক্সের প্রশ্নের জবাবে ক্রোস বলেছেন, ‘সিলেট ফ্যান্টাস্টিক! এই প্রথম আমি এত দর্শক দেখলাম। তারা সমস্বরে দলের জন্য গলা ফাটায়। এমন পরিবেশে খেলা আনন্দের।’ এছাড়া প্রথম সংবাদ সম্মেলনে আসা এবং বাংলাদেশের দর্শকদের নিয়ে ম্যাক্সের করা প্রশ্নের জবাবে ক্রোস বলেছেন, ‘এটা সত্যিই দারুণ। বাংলাদেশের সবাই ক্রিকেটকে অনেক ভালোবাসে। ইতোমধ্যে দারুণ সব অভিজ্ঞতা আছে। এখন সামনের দুই ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০