স্পোর্টস ডেস্ক:: সিলেট জেলা অনূর্ধ্ব-১৬ দলকে জার্সি উপহার দিয়েছে একটি ক্রিকেট ক্লাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যস্থাপনায় বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেট জেলা অনূর্ধ্ব-১৬ দল।
সিলেটের কিশোর ক্রিকেটারদের জার্সি উপহার দিয়েছে নোমান-ফাহিম ক্রিকেট ক্লাব। সিলেট জেলা স্টেডিয়ামে কিশোর ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে চলছে বিভাগীয় পর্যায়ের কিশোর ক্রিকেটারদের এই টুর্নামেন্ট।
সিলেট জেলা স্টেডিয়ামে জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত শামস। এছাড়াও উপস্থিত ছিলেন নোমান ও ফাহিম ক্রিকেট ক্লাবের কর্ণধার জাকারিয়া ইবনে আমিন, জাকির হোসেন ও নোমান আহমদ।
জার্সি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অনুর্ধ্ব-১৬ দলের দুই কোচ পলাশ কর ও নাসির বক্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































