স্পোর্টস ডেস্ক:: যেনো হারিয়ে যেতে বসেছিলো জিম্বাবুয়ে। গত বিশ্বকাপেও সুযোগ পায়নি। এরপর একের পর এক হার। অবশেষে সোনালী দিনে ফেরার ইঙ্গিত দিচ্ছে দলটি। আগামি ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে একের পর এক জয় তুলে নিচ্ছে সেন উইলিয়ামসন ও সিকান্দার রাজা।
গ্রুপ পর্বে দারুণ সব জয়ের পর এবার সুপার সিক্সেও জয়ের ধারায় জিম্বাবুয়ে। সেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ওমানকে ১৪ রানে হারিয়ে সুপার সিক্সের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে দলটি।
আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে উইলিয়ামসের সেঞ্চুরিতে ৩৩২ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নামা ওমান বড় লক্ষ্যের পেছনে ছুটতে থাকে। খাসেপ প্রজাপ্রতির সেঞ্চুরিতে দলটিও জবাব দেয়। তবে শেষ পর্যন্ত ৩১৮ রানে থামতে হয় তাদেরকে।
টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে উইলিয়ামসের শতকে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩৩২ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ১৪২ রান করেন এই সেঞ্চুরিয়ান। ১০৩ বলের ‘বিস্ফোরক’ ইনিংসে হাঁকিয়েছেন ১৪ চার ও ৩ ছক্কা। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থেকেছেন লুক জং। ৪২ রান করেছেন সিকান্দার রাজা।
ওমানের হয়ে ফায়াজ বাট ৪টি উইকেট লাভ করেন।
৩৩৩ রানের বড় টার্গেটে খেলতে নামা ওমান প্রজাপ্রতির সেঞ্চুরিতে প্রায় জয় পেয়েই যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১৮ রানে থামতে হয়েছে তাদেরকে। সেঞ্চুরিয়ান ওপেনার ১০৩ রান করেছেন ৯৭ বলে। বার চারের সঙ্গে এক ছক্কায় সাজান নিজের ইনিংসটি। এছাড়াও ৪৭ রান করেছেন আয়ান খান। ৪৫ রান এসেছে আকিব এলাসের ব্যাট থেকে।
জিম্বাবুয়ের হয়ে টেন্ডাই চাতারা ও মুজারাবানি ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post