স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিল ভারত। অবশেষে জয়ে দেখা পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের তারা হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। গায়ানায় আগে ব্যাট করে ১৫৯ রান করে স্বাগতিকরা।
রান তাড়ায় ভারত জয়ের ভিত পেয়ে যায় সুর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংসে। দারুণ ব্যাট করেছেন এই সিরিজ দিয়ে ভারতের জার্সি গায়ে দেওয়া তিলক বর্মা। ৪ চার ও ১ ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। হার্দিক ১টি করে চার ও ছক্কার সাহায্যে ১৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
এর আগে বিধ্বংসী ইনিংস খেলেছেন সুর্যকুমার। ৪৪ বলে ৮৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে ১০ ও ৪ ছক্কার সাহায্যে। উইন্ডিজের হয়ে ২৫ রানে ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ৩২ রানে ১টি উইকেট নেন ওবেদ ম্যাককয়। দারুণ জয়ের মূলনায়ক সুর্যকুমার। তার মতো ব্যাটারকে দলে পেয়ে নিজেকে তাই ভাগ্যবান মনে করছেন অধিনায়ক হার্দিক।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক উচ্ছ্বসিত প্রশংসাই করেন সুর্যকুমারের, ‘সুর্য-তিলক অসাধারণ খেলেছে। তারা দুইজনে একসঙ্গে খেলে এবং তারা একে অপরকে বোঝে। আমি ভাগ্যবান যে সুরিয়ার মতো একজনকে পেয়েছি। ও এই ধরনের চ্যালেঞ্জ পছন্দ করে। ও দায়িত্ব নিতে চায়। দলের মধ্যে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসে।’
পান্ডিয়া আরও বলেন, ‘এই জয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা আসল জিনিসটাই বলছি, এই সিরিজের ম্যাচগুলি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই ম্যাচে আমাদের ফিরে আসতে হয়েছে। দুটি হার বা দুটি জয় কিছু পরিবর্তন করে না। আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের চরিত্র অনুযায়ী খেলেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post