স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ বাড়াল দানি সেবাইয়োসের। ২০২৭ পর্যন্ত স্প্যানিশ এই মিডফিল্ডারের থাকবেন মাদ্রিদের দলটিতে। শুক্রবার এক বিবৃতিতে চুক্তির খবর জানিয়েছে রিয়াল।
এর আগে ২০১৭ সালে রিয়াল বেতিস থেকে সান্তিয়াগো বার্নাবেউয়ে যোগ দেওয়ার পর সেবাইয়োস ধারে খেলেছেন প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে। গত বছর গানারদের ঢেরা ছেড়ে সেবাইয়োস ফিরে আসেন রিয়ালে।
এবার সেবাইয়োসের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল। লা লিগার সফলতম দলটিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১২০ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ১১টি শিরোপা যেখানে আছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি লা লিগা, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি করে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রের শিরোপা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post