নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের সেমিফাইনালে থামতে হলো সিলেট টাইটান্সকে। রাজশাহী ওয়ারিওয়ার্সের কাছে ১২ রানে হেরে দ্বিতীয় সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে চায়ের নগরের ফ্র্যাঞ্চাইজিটি।
মিরপুরের স্লো উইকেটে আগে ব্যাট করা রাজশাহীর ১৬৫ রান টপকাতে পারেনি মঈন, ওকস ও স্যাম বিলিংসদের সিলেট টাইটান্স। থামতে হয়েছে ১৫৩ রানে। ১২ রানের হারে ফাইনালের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে।
টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী কেন উলিয়ামসন ও জিমি নিশামের ব্যাটে চড়ে ৯ উইকেটে ১৬৫ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। দুই ছক্কা ও এক চারে সাজান ৩৮ বলের ইনিংসটি। চার চার ও দুই ছক্কায় ২৬ বলে ৪৪ রান করেছেন জিমি নিশাম। ৩২ রান করেছেন তানজীদ। ২৬ রান করেছেন ফারহান।
সিলেটের হয়ে সালমান ৩টি, নাসুম ও মিরাজ ২টি করে উইকেট লাভ করেন।
১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা সিলেট পারভেজ ইমন ও স্যাম বিলিংসের দারুণ ব্যাটিংয়ের পরও ৮ উইকেটে ১৫৩ রানে থামে। পাঁচ চার ও দুই ছক্কায় ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেছেন ইমন। ২৮ বলে ৩৭ রান করেছেন স্যাম বিলিংস। ২১ রান করেন আফিফ। ১৫ রানে অপরাজিত থাকেন ক্রিস ওকস।
রাজশাহীর হয়ে বিনুরো ফার্নান্দো চারটি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































