স্পোর্টস ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপের সেমি ফাইনালে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচ। যারাই জিতবে, তারা নিশ্চিত করবে আসরের ফাইনাল।
‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে লড়াই করলেও, শ্রীলঙ্কার কাছে হার দেখে টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে ওমানকে উড়িয় প্রথম জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেন সাইফ-সৌম্যরা।
অপরদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচেই টানা তিন জয় তুলে নেয় দলটি। যশ ধুলের দল একে একে সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায়।
এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমূখি বাংলাদেশ ও ভারত। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের লড়াই বাড়তি উত্তাপ ছড়ায় বরাবরই। যার ফলে আরও একটি সেমি ফাইনালের লড়াই আলাদা রোমাঞ্চের সৃষ্টি করেছে। দুই দলই বেশ আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। তবে দেখার পালা মাঠের লড়াইয়ে কারা জেতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post