স্পোর্টস ডেস্ক:: কথা ছিলো মেসি যাওয়ার। তবে তিনি যাননি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক না গেলেও পিএসজির আরেক তারকা নেইমার যাচ্ছেন সৌদীর আল হিলালেই। প্রো লিগের ক্লাবটির সঙ্গে নেইমারের চুক্তি শেষও হয়ে গেছে প্রায়। আগামি সপ্তাহেই আসতে পারে ঘোষণা।
যুক্তরাষ্ট্রের প্রভবাশালী গণমাধ্যম ফোর্বস সৌদীর বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এমন খবর দিয়েছে। বেইন স্পোর্টসের সাংবাদিক খালিদ ওয়াহিদও এক টুইটে নেইমারের আল হিলালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাজিলিয়ান তারকার সাথে ক্লাবটির কথা পাকাপাকি হয়ে গেছে প্রায়।
মূলত মেসিকে দলে নিতে না পেরে নেইমারকেই দলে নিচ্ছেন ক্লাবটি। ফোর্বস তাদের প্রতিবেদনে নেইমারের নাম প্রকাশ না করলেও জানিয়েছেন, আল হিলাল বিশ্বখ্যাত এমন এক তারকার সাথে চুক্তির ঘোষণা দিতে চলেছে, যা আগামী সপ্তাহে ‘বিশ্বব্যাপী আলোচনার প্রধান বিষয়বস্তু’ হতে চলেছে, যেখানে তার জাতীয়তা প্রকাশ করলেই পরিচয় স্পষ্ট হয়ে যাবে।
ফোবর্সের এমন প্রতিবেদনের পরপরই খালিদ ওয়ালিদ টুইট করে জানান, ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে নিচ্ছে আল হিলাল। সৌদী আরবের ক্রীড়া সাংবাদিক আল আজলান এমন ইঙ্গিত দিয়েছেন। মূলত সৌদীর সরকারের পৃষ্ঠপোষকতায় তারকারা পাড়ি দিচ্ছেন দেশটিতে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফোর্বস জানিয়েছে, সৌদি আরবের সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল-নাসর, আল-হিলাল, আল-ইতিহাদ ও আল-আহলির দায়িত্ব নিয়েছে। দেশটির ফুটবলকে নতুন করে সাজাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের আরেক গণমাধ্যম সিবিএস স্পোর্টস সপ্তাহক খানেক আগে জানিয়েছে, আল হিলালের সিনিয়র কর্মকর্তারা প্যারিসে গিয়েছিলেন। পিএসজিতে নেইমারের বর্তমান পরিস্থিতি এবং ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের সৌদিতে যাওয়ার সম্ভাবনা কেমন-তা বুঝতেই মূলত তারা (আল হিলাল প্রতিনিধি) প্যারিসে যান। আল হিলাল নেইমারকে বছরে ২০ কোটি ইউরো দিতে চায় যা প্রায় ২৪০০ কোটি টাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post