নিজস্ব প্রতিবেদকঃ গেল বার প্রথম আসরে এসেই বাজিমাত করেছে সিলেট স্ট্রাইকার্স। মাঠের পারফরম্যান্সে করেছে মুগ্ধ। দর্শকরাও জানিয়েছে উপচে পড়া সমর্থন। ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিল ধারণের ঠাই ছিল না। টিকিটের জন্য হাহাকার, কালোবাজারে চড়া দামে কিনে খেলা দেখতে এসেছিলেন সমর্থকরা।
তবে এবার বিপরীত চিত্র দেখা গেছে। ঢাকা থেকে সিলেটে খেলা আসলেও, প্রথম দিন ছাড়া খুব একটা দর্শকের দেখা মিলছে না। সোমবার ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। তবে গ্যালারিতে দেখা নেই দর্শকের।
মাঠের এক পাশে ওয়েস্টার্ন গ্যালারিতে কিছু দর্শক আসলেও, অন্য পাশে ইস্টার্ন গ্যালারি ও ক্লাব হাউজের প্রায় পুরোটায় ফাঁকা। গ্রিন গ্যালারিতেও খুব একটা দর্শক নেই। সব মিলিয়ে দর্শকের খরা এবারের সিলেট পর্বের বিপিএলে।
বলা যেতে পারে কর্মদিবসের কারণে দর্শক নেই মাঠে। তবে মূলত মাঠের পারফরম্যান্সই হতাশ করেছে সমর্থকদের। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি স্ট্রাইকার্সরা। ব্যাটে চার-ছক্কার ফোয়ারায় সমর্থকদের মন জয় করতে পারছেন ক্রিকেটাররা। যার কারণেই গাটের টাকা খরচ করে খেলা দেখতে আসছেন না দর্শকরা।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সঙ্গে সিলেট ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আসরে। তাই দর্শকরা বিপুল আগ্রহ নিয়ে এসেছিল মাঠে। তবে সেই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে গুঁটিয়ে গিয়ে শোচনীয় পরাজয় দেখে সিলেট স্ট্রাইকার্স।
এবার তাই দলটির দ্বিতীয় ম্যাচেই সমর্থন জোগাতে মাঠে আসছে না দর্শকরা। সিলেটের আরও ৩টি ম্যাচ বাকি আছে ঘরের মাঠে। সেসব ম্যাচে কেমন দর্শক হবে, সেটিই দেখার অপেক্ষা এখন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post