স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালালেন সাকিব আল হাসান। উইকেটের চারপাশে একের পর এক বড় শটে মাত্র ২০ বলে ফিফটি করে ফেললেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার। ২৬ বলে ৫ বাউন্ডারি ৫ ছক্কায় সাকিব খেলেছেন ৬১ রানের ইনিংস, স্ট্রাইক রেট ২৩৪.৬১।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০ ছাড়ানো ইনিংসে সাকিবের সেরা স্ট্রাইক রেট এটাই।, ২০২৩-২৪ মৌসুমের বিপিএলে রংপুরে রাইডার্সের হয়ে আগের রেকর্ড ছিল ২২২.৫৮। সেই ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ৩১ বলে ৬৯ রান। এদিকে ১০ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন সাকিব। এর আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন এ বছরের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে।
সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাতের ম্যাচে সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ঝড়ো এই ইনিংস খেললেন সাকিব। যদিও তার দল শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারে নি। সাকিবের দল করেছে ৪ উইকেটে ২০৪ রান। রানটা ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে সেন্ট লুসিয়া। ৫৩ বলে অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেই সাকিবদের হারিয়ে দিয়েছেন কিউই ওপেনার টিম সেইফার্ট। সাকিব বল হাতে ২ ওভারে দিয়েছেন ৩২ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০