নিজস্ব প্রতিবেদক:: সিলেটকে নিয়ে দারুণ সুখস্মৃতি আছে নেদারল্যান্ডস ক্রিকেট দলের। ২০১৪ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে সিলেটে কমলা উৎসবে মেতেছিলো ডাচরা। আয়ারল্যান্ডের দেওয়া ১৮৯ রানের টার্গেট নেদারল্যান্ডসকে টপকে যায় চার ছক্কার খেলায় ১৩.৫ ওভারে। সেই সিলেটে আবারো এসেছে নেদারল্যান্ডস। এবার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বুধবার দুপুরে চায়ের শহরে পা রাখে ডাচ ক্রিকেটাররা। সকালে ঢাকায় অবতরণের পর ট্রানজিট ফ্লাইটে দুপুরেই সিলেটে আসে নেদারল্যান্ডস। বিমানবন্দরের পাশেই পাঁচ তারকা হোটেলে উঠেছে দলটি।
বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করবে নেদারল্যান্ডস। আগামি ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে। ১ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ৩ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-২০ ম্যাচটি হবে সিলেটের মাঠে। প্রতিটি ম্যাচই দিবারাত্রির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০