স্পোর্টস ডেস্কঃ চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। তবে সিরিজের প্রথম টেস্টের পর ছিটকে যান স্পিনার জ্যাক লিচ। এই ক্রিকেটার হাঁটুর চোটে ভোগায়, সিরিজের বাকি অংশে খেলতে পারবেন না আর। আর সেই চোট বেশ গুরুতরই। যার ফলে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।
বিবিসিকে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন লিচ নিজেই। লিচ বলেন, ‘আমার ব্যথা যায়নি। আমি অস্ত্রোপচার করাচ্ছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা ছিল দ্বিতীয় ইনিংসে প্রথম বলই (চোটের সময়)। আর এর জন্য পুরো ম্যাচটিই আমাকে খেলতে হয়েছে হাঁটুর ইনজুরি নিয়ে। খেলার সময় সেখানে আরও আঘাত লাগে। তাই সুস্থ হতে আরও সময় লাগবে।’
‘এখন আমাকে অস্ত্রোপচার করতেই হবে। আশা করি আমি আবারও ক্রিকেট খেলতে পারব। আমি আবারও ছন্দে ফিরতে এবং ক্রিকেট খেলতে মুখিয়ে আছি। আশা করি এমনটা আবারও হবে (ক্রিকেটে ছন্দে ফেরা) অস্ত্রোপচার হয়ে গেলে।’
হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনেই বাম হাঁটুতে ফিল্ডিংয় করতে গিয়ে চোট পান লিচ। ডাইভ দিয়ে একটি বাউন্ডারি আটকাতে গিয়ে মাটির সঙ্গে আঘাত লাগে তার। চোট নিয়েই সেই টেস্ট খেলেন এই বাঁহাতি স্পিনার। সেখানে আরও আঘাত পান। পরবর্তীতে হাঁটু ফুলে যায়। ছিটকে যান সিরিজ থেকে। এবার সেটি সারাতে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post