স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝড়ো ব্যাটিং ও মাথিশা পাথিরানার বোলিং নৈপুন্যে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক শ্রীলঙ্কা। আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানরা ৪ রানে হারিয়েছে আফগানদের। হাসারাঙ্গা ৩২ বলে ৬৭ রান এবং ২৪ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন ম্যাচ সেরা পাথিরানা।
রানগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছেলেদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় আজ। আর নিজেদের নতুন টি-টোয়েন্টি ভেন্যুতে হাসারাঙ্গা-দাসুন শানাকারা জয় নিয়ে মাঠ ছাড়ল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট ১৬০ রানে। তাতে সবচেয়ে বড় অবদান অধিনায়ক হাসারাঙ্গার। ছয়ে নামা এই ডানহাতি ব্যাটার ৩২ বলে করেছেন ৬৭ রান, মেরেছেন ৭টি চার ও ৩টি ছক্কা। ৬২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে হাসারাঙ্গার ব্যাট হাতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
সাদিরা সামারাবিক্রমা রানআউট হওয়ার আগে ২৫ রান করতে খেলেছেন ২৪ বল। শ্রীলঙ্কার ইনিংসে এ ছাড়া বলার মতো রান শুধু ধনাঞ্জয়া ডি সিলভার (১৭ বলে ২৪)। দুই সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা আজ নামের সুবিচারত করতে পারেন নি। আফগানিস্তানের তিন পেসার ফজলহক ফারুকি, নাভিন-উল-হক ও আজমতউল্লাহ ওমরজাই মিলে নিয়েছেন ৭ উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট বাঁহাতি পেসার ফারুকির। ২টি করে উইকেট নিয়েছেন ওমরজাই ও নাভিনের।
১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার ও অধিনায়ক ইব্রাহিম জাদরানের লড়াকু ইনিংসে জয়ের লড়াইয়ে ছিল আফগানিস্তান। ১ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ১১ রান দরকার পড়ে আফগানদের। কিন্তু পেসার বিনুরা ফার্নান্দোর করা শেষ ওভারে ৬ রানের বেশি নিতে পারেননি ইব্রাহিম। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তুলে হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ৮টি চারে ৫৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম। এর আগে বিনুরার প্রথম চার বলের দুটিতে রান নেওয়ার সুযোগ থাকলেও নেননি তিনি। অন্য দুটিতে ব্যাটই ছোঁয়াতে পারেননি এই ব্যাটার। পঞ্চম বলে আউট হতে পারতেন ইব্রাহিম। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ নিতে পারেননি শানাকা। শেষ বলে বাউন্ডারিতে সফরকারীদের পরাজয়ের ব্যবধানই কমে শুধু।
শ্রীলঙ্কা ম্যাচটি জিতেছে ১৯তম ওভারে! ১২ বলে ১৪ রান দরকার ছিল আফগানিস্তানের। এমন সময়ে (১৯তম ওভারের তৃতীয় বলটা) ইয়র্কার দিয়েছিলেন পাথিরানা। ১৫০ কিলোমিটার গতির সেই বলে ছত্রখান নুর আহমেদের স্টাম্প। পরে তার আরেকটি ভয়ংকর ইয়র্কারে বোল্ড নাভিন। মাত্র ৩ রান দেন সেই অভারে পাথিরানা। যার সুবাদে তিনিই হয়েছেন ম্যাচসেরা। ৪ ওভারে ২৪ রান দিয়েছেন এই ডানহাতি পেসার। আগামী ১৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post