স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেট শিকার করে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা পান শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার দ্বিতীয় ম্যাচে এসেও ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি।
হাসারাঙ্গার দুর্দান্ত বোলিংয়ে ভর করেই ওমানকে বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। ২১০ বল বাকি থাকতেই ১০ উইকেটের সেই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। ব্যাটে-বলে পাত্তায়ই পায়নি ওমান। মধ্যপ্রাচ্যের দেশটিকে হারিয়ে সুপার সিক্সের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে দাসুন শানাকার দল। সমান পয়েন্ট থাকলেও এক ম্যাচ বেশি খেলা ওমান রান রেটে পিছিয়ে আছে।
বুলাওয়েতে টস হেরে ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে মাত্র ৯৮ রানে গুঁটিয়ে যায় ওমানের ইনিংস। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত একশ রানের কোটাও দলগতভাবে পার করতে পারেনি ওমান। এর মধ্যে একাই ৪১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর গড়েন মিডল অর্ডার ব্যাটার আয়ান খান। ৬০ বলের ইনিংসটি সাজান ৪ বাউন্ডারিতে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে যতীনদার সিংয়ের কাছ থেকে। এর বাইরে আর একজন কেবল ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পেরেছেন।
শ্রীলঙ্কার হয়ে ৭.২ ওভার বল করে ২ মেইডেনসহ মাত্র ১৩ রান খরচায় ৫ উইকেট নেন হাসারাঙ্গা। লাহিরু কুমারা লাভ করেন ৩টি উইকেট।
৯৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দলটির উদ্বোধনী জূটিই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে। এর মধ্যে ৫১ বলে ৮ বাউন্ডারিতে ৬১ রান করে অপরাজিত ছিলেন দিমূথ করুণারত্নে। অপরপ্রান্তে ৫ বাউন্ডারিতে ৩৭ রান করে অপরাজিত থাকেন পাথুম নিশাঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post