স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে লণ্ডভণ্ড করে দিয়েছে অস্ট্রেলিয়া পেস বোলিং লাইনআপ। জশ হ্যাজেলউডের পেসে পাক শিবির দিশেহারা। দেখা দিয়েছে হোয়াইটওয়াশের শঙ্কা। দ্বিতীয় ইনিংসে নাজেহাল পাকিস্তান দল। দ্বিতীয় ইনিংসে ৮২ রানের লিড পেলেও, দলটি বড় স্কোর গড়া নিয়ে রয়েছে সংশয়।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের ৩১৩ রানের জবাবে আগের দিন নিজেদের প্রথম ইনিংসে করা ২ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাট করতে নামে অজিরা। তৃতীয় দিনে এসেন দলটি শেষ পর্যন্ত ২৯৯ রানে অলআউট হয়ে পড়ে। আমির জামালের দুর্দান্ত বোলিংয়ে অজিরা সুবিধা করতে পারেনি খুব একটা। এতে করে ১৪ রানে পিছিয়ে থেকেই গুঁটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে মার্নাস ল্যাবুশানে ৬০ রান করেন সর্বোচ্চ। মিচেল মার্শের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান আসে। উসমান খাজা ৪৭ রান করেন।
পাকিস্তানের হয়ে আমির জামাল ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ফিগারের দেখা পেয়েছেন। ডানহাতি পেস বোলিং অলরাউন্ডারের এটি দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার।
১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে পাকিস্তান। তবে দলটির জন্য দুর্দাশাময় দিন গেছে। ২৬ ওভারে মাত্র ৬৮ রানে ৭ উইকেট হারিয়েছে দলটি। কোনোমতে অলআউট হওয়া থেকে রক্ষা পেয়েছে সফরকারীরা। ইনিংসের প্রথম ওভার থেকেই শুরু হয় পাকিস্তানের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল।
দলের পক্ষে ৪ জনই ডাক মেরেছেন। অধিনায়ক শান মাসুদ দেখা পেয়েছেন গোল্ডেন ডাকের। ওপেনার সাইম আইয়ুব সর্বোচ্চ ৩৩ রান করেন। বাবর আজমের ব্যাট থেকে আসে ২৩ রান। দিন শেষে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান ৬ রানে। আমির জামাল কোনো রান না করেই অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার হয়ে আগুনে পেসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন হ্যাজেলউড। এই পেসার ৫ ওভার বল করে ২ মেইডেনসহ মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন একাই। স্টার্ক, লায়ন ও হেড ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post