নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলতে গতকাল (১০ জুন) ঢাকায় পা রেখেছে আফগানিস্তান। দু’দলের একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ১৪ জুন। টেস্ট শুরুর দিন তিনেক আগে টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাঁচটি ক্যাটাগরিতে টিকিট ছাড়ার কথা জানিয়েছে বিসিবি। যেখানে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা। নর্থ এবং সাউথ স্টান্ডের টিকিটের জন্য গুনতে হবে ২০০ টাকা করে। বিসিবির ওয়েবসাইটে মিরপুর টেস্টের টিকেট মিলবে সোমবার দুপুর ২টা থেকে।
সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড) ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার টাকা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে পাওয়া যাবে টিকেট। এর বাইরে ম্যাচের দিনও বুথ থেকে কেনা যাবে টিকেট।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ধাপে শুধু টেস্ট খেলবে আফগানিস্তান। এরপর তারা ঢাকা ছেড়ে পাড়ি জমাবে ভারতে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে আবার বাংলাদেশে আসবে আফগানরা। তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে আসবে তারা।
জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে দুই দলের রঙিন পোশাকের লড়াই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর বাংলাদেশ থেকে বিদায় নেবে আফগানিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post