স্পোর্টস ডেস্কঃ নানান নাটকীয়তার পর অবশেষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আয়োজক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপের সূচি প্রকাশের পরই চূড়ান্ত হয়ে গেছে শহর অথবা ভেন্যু।
ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। এছাড়া আরও ২টি অতিরিক্ত শহরে হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপের সাথে জড়িত থাকছে ১২টি শহর কিংবা ভেন্যু।
৪৬ দিনের বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মূল ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
বিশ্বকাপের মূল ম্যাচের শহর কিংবা ভেন্যুগুলো হলো, আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, ধর্মশালা, হায়দ্রাবাদ, দিল্লী, চেন্নাই, লখনৌ, পুনে ও বেঙ্গালুরু। এর বাইরে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ হবে গুয়াহাটি এবং থিরুভনাথপুরে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ৫ অক্টোবর যেখানে লড়বে গেল আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। একই মাঠে ১৫ অক্টোবর হবে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও। এছাড়া ১৯ নভেম্বর, টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালও হবে ১ লাখেরও বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে।
বিশ্বকাপের নকআউট পর্বে তিনটি ম্যাচ হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ চার দলের দুটি সেমি ফাইনাল ও পরবর্তীতে ফাইনাল। দুটি সেমি ফাইনালের একটি হবে কলকাতায়। আর অপরটি হবে মুম্বাইয়ে। ১৫ নভেম্বর মুম্বাইয়ে হবে প্রথম সেমি ফাইনাল। আর ১৬ নভেম্বর কলকাতায় হবে দ্বিতীয় সেমি ফাইনাল। এরপর সেমি ফাইনালের বিজয়ী দুই দল নিয়ে ১৯ নভেম্বর হবে ফাইনাল। নকআউট পর্বের তিনটি ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post