স্পোর্টস ডেস্কঃ চোটে কাবু অ্যান্থনি মার্শিয়ালকে শেষ পর্যন্ত চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। ফলে ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
মার্শিয়ালের ছিটকে যাওয়ার খবর নিজেদের ওয়েবসাইটে ইউনাইটেড জানায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল কুঁচকির চোটে পড়েছিলেন। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। পুনর্বাসনের জন্য তিনি ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।’
চলতি মৌসুমে মার্শিয়ালের ব্যক্তিগত পারফরম্যান্স তেমন ভালো নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৩-২৪ এ ১৯ ম্যাচ খেলে মাত্র দুবার জালের দেখা পেয়েছেন তিনি। গত ৯ ডিসেম্বর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে হারের পর থেকে ইউনাইটেডের জার্সিতে আর দেখা যায়নি তাকে। এদিকে ধুঁকছে তাঁর দল ইউনাইটেডও।
চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে আগেই ছিটকে পড়া ইউনাইটেড প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। এরিক টেন হাগের দল ইতোমধ্যে চোটের কারণে হারিয়েছে আরও কয়েকজনকে। এ তালিকায় আছেন টাইরেল মালাসিয়া, লুক শ, ম্যাসন মাউন্ট, ভিক্টর লিন্ডেলফ ও হ্যারি ম্যাগুয়ার। আন্দ্রে ওনানা ও সোফিয়ান আমরাবাত জাতীয় দলের হয়ে আফ্রিকান কাপ অব নেশনসে খেলছেন। সব মিলিয়ে স্কোয়াডের সাতজনকে পাচ্ছে না ইউনাইটেড।
Discussion about this post