স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি জিতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে অজিরা। আগে ব্যাটিং পেয়ে সফরকারীদের করা ১৭৪ রানের জবাবে টেনেটুনে তিন অঙ্ক ছাড়িয়েই থামে কিউইরা। ৭২ রানের বিশাল জয়ে চ্যাপেল-হাডলি ট্রফি ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ট্রাভিস হেড হাফসেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে বেন সিয়ার্সের বলে বোল্ড হয়ে ফেরত যান। ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। এদিন এটিই ছিল অজিদের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ২২ বলে ২৮ রানের, প্যাট কামিন্সের ব্যাট থেকে। মিচেল স্যান্টনারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দেওয়ার আগে অধিনায়ক মিচেল মার্শ করেছেন ২১ বলে ২৬ রান।
অষ্টম উইকেটে ২৮ বলে ৩৩ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ১৭৪ রানের সংগ্রহ এনে দেন কামিন্স ও নাথান এলিস। ৫টি চারে ২২ বলে ২৮ রান করেন কামিন্স। ১১ রানে অপরাজিত থাকেন এলিস। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ১২ রানে ৪ উইকেট নেন। রান তাড়া করতে নেমে অজি পেসারদের তোপে সপ্তম ওভারে ২৯ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ৬, উইল ইয়ং ৫, অধিনায়ক মিচেল স্যান্টনার ৭ ও মার্ক চাপম্যান ২ রান করেন। পঞ্চম উইকেটে ৩২ বলে ৪৫ রান যোগ করে স্বাগতিকদের চাপমুক্ত করেন গ্লেন ফিলিপস ও জশ ক্লার্কসন।
দলীয় ৭৪ রানে ক্লার্কসনকে ব্যক্তিগত ১০ রানে আউট করে জুটি ভাঙ্গেন স্পিনার জাম্পা। এরপর আরও ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ১০২ রানে অলআউট করে অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত করেন জাম্পা। ৩টি চার ও ২টি ছক্কায় নিউজিল্যান্ডের পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন ফিলিপ্স। জাম্পা ৩৪ রানে ৪টি ও কামিন্স ১৬ রানে ২ উইকেট নেন। অলরাউন্ড নৈপুন্যের সুবাদে ম্যাচ সেরা হন কামিন্স। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
Discussion about this post