স্পোর্টস ডেস্ক:: বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে বিশ্ব ‘রেকর্ড’ গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। গিনেস বুকেও নাম উঠেছে সিআর সেভেনের। ক্যারিয়ারের অনন্য এই মাইল ফলকের ম্যাচে সংবর্ধিত হয়েছে তিনি।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ‘রেকর্ড’ গড়েন পর্তুগিজ সুপার স্টার। ম্যাচ শুরুর আগে আয়োজকেরা ফুলেল ভালোবাসায় সিক্ত করেন এই তারকাকে।
একই সঙ্গে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় গিনেস বুক রেকর্ডের সনদও। পর্তুগালের জার্সিতে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই সিআর সেভেন এই রেকর্ডের মালিক হন।
কাতার বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে না পারার পর অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলে ছিলেন। কিন্তুু নতুন কোচ রবার্তো মার্টিনেজ শুরু থেকেই রোনালদোকে গুরুত্ব দিয়েই দল গঠন করেন। পর্তুগিজ ফুটবল রাজাও খেলে চলছেন নিজের মতো করে।
সিআর সেভেন জানিয়েছেন, জাতীয় দলে খেলা স্বপ্নের মতো। তিনি জাতীয় দলে খেলতে চান। পর্তুগালের জার্সিতে কতটা ভালোবাসেন, সেটা তিনি দেখিয়েছেন দুইশো ম্যাচ খেলে। জাতীয় দলের জার্সিতে ‘ডাবল’ সেঞ্চুরি করতে পেরে তিনি দারুণ খুশিও। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই তিনি এমন অনুভূতির কথা জানান তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদো ‘রেকর্ড’ ও জাতীয় দলে খেলা নিয়ে নিয়ে সাংবাদিকদের বলেন, ‘পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। দুইশোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, এটা প্রমাণ করে, আমি আমার দেশ ও জাতীয় দলকে কতটা ভালোবাসি। আমি কখনো ‘রেকর্ড’র পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা একটা অনুপ্রেরণা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post