স্পোর্টস ডেস্কঃ আগামী বিশ্বকাপ খেলবেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসি। ২০২৬ সালের বিশ্বকাপে তিনি দলের সাথে থাকতে চান, তবে খেলবেন না বলে জানিয়েছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে মেসি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি উপভোগ করছি। এরপর বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকা আছে।’
আগামী বিশ্বকাপ খেলার ভাবনাকে অনেক দূরে রেখেছেন মেসি, তাঁর বক্ত্যব্যে এমনটাই ফুটে ওঠে। তিনি বলেন, ‘চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয়। নতুন একটা চক্র শুরু হবে, বাছাইপর্বের ম্যাচ সামনে। যা অর্জন করেছি, তা নিয়ে বসে থাকলে হবে না। সামনে কী আসছে, তা নিয়েও ভাবতে হবে।’
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপের টিকিট কাটার মিশন শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে। যদিও চূড়ান্ত সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে তা প্রকাশ হতে খুব বেশি দেরি নেই। মেসির ভাবনায় তাই এখন বিশ্বকাপ বাছাইপর্ব। তবে বিশ্বকাপকে কেন্দ্র করেই মেসি আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বলে একটা গুঞ্জন রয়েছে। এছাড়া আসন্ন ২০২৪ কোপা আমেরিকার আসরও বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post