স্পোর্টস ডেস্কঃ বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেন আর্লিং হালান্ড। যা সিটি ও এই নরওয়ে তারকার প্রথম। গত রাতে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি।
এই মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে হালান্ডই সর্বোচ্চ গোলদাতা। গোল করেছেন ১১ ম্যাচে ১২টি। প্রিমিয়ার লিগে তাঁর গোল ৩৫ ম্যাচে ৩৬টি, যা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। তিনি ছাড়িয়ে গেছেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলকে।
মৌসুম শেষে তাই লিগের সেরা খেলোয়াড়, সেরা তরুণ খেলোয়াড়, সেরা নবাগত খেলোয়াড়সহ অনেকগুলো পুরস্কার গেছে হালান্ডের হাতে। তবে ২২ বছর বয়সে এসে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন কল্পনাও করেন নি তিনি। ফাইনাল জিতে বিটি স্পোর্টকে ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘সত্যি বলতে এই ২২ বছর বয়সে আমার সুদূর কল্পনাতেও ছিল না এমনটা হবে (চ্যাম্পিয়নস লিগ জয়)। এবার প্রমাণ হয়েছে নরওয়ের ছোট শহর থেকে আসা ছেলের জন্য তা সম্ভব। এমন পরিস্থিতিতে থাকা তরুণ ফুটবলারদেরও এটা অনুপ্রেরণা দেবে। সত্যিই অবিশ্বাস্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post