স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্টে হারের শঙ্কায় পড়েছে পাক শিবির। অজিদের বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থতায় এই শঙ্কা জেগেছে। ম্যাচের তৃতীয় দিন শেষে অজিরা ৩০০ রানের বিশাল লিড নিয়েছে।
পার্থে প্রথম ইনিংস অস্ট্রেলিয়ার করা ৪৮৭ রানের বিশাল সংগ্রহের জবাবে আগের দিন নিজেদের প্রথম ইনিংসে দুই উইকেটে ১৩২ রান নিয়ে শেষ করেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত মাত্র ২৭১ রানেই গুঁটিয়ে গেছে দলটির ইনিংস। দলের পক্ষে ১৯৯ বলে ৪ বাউন্ডারিতে সর্বোচ্চ ৬২ রান ওপেনার ইমাম উল হকের। আব্দুল্লাহ শফিক ৪২ ও অধিনায়ক শান মাসুদ ৩০ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৩টি উইকেট শিকার করেন। মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স ২টি করে উইকেট লাভ করেন।
২১৬ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে ইনিংসের শুরুতেই ডেভিড ওয়ার্নার ডাক মেরে ফিরে যান। যিনি কি না আগের ইনিংসেই ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে পরের ইনিংসে হলেন ব্যর্থ। দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় অজিরা। দলীয় ৫ রানের মাথায় ফিরে যান মার্নাস ল্যাবুশানে (২)।
যদিও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা সম্পন্ন করেন উসমান খাজা ও স্টিভেন স্মিথ। স্মিথ ৪৩ ও খাজা ৩৪ রান করে অপরাজিত আছেন দিন শেষে। চতুর্থ দিনে কাল আবারও ব্যাট করতে নামবেন তারা। ইতিমধ্যেই লিড দাঁড়িয়েছে ৩০০।
পাকিস্তানের হয়ে ২টি উইকেটই শিকার করেন অভিষিক্ত পেসার খুররাম শাহজাদা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post