স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ওয়ানডেতে চারশ রান স্পর্শ করল জিম্বাবুয়ে। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে রেকর্ড ৪০৮ রান করে তারা। এই সংস্করণে এর আগে সাড়ে তিনশই আফ্রিকার দেশটি ছুঁতে পেরেছিল কেবল একবার। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে সেই ৩৫১ রান ছিল এতদিন তাদের সর্বোচ্চ। এবার সেটিকে ছাড়িয়ে যায় রোডেশিয়ানরা।
রেকর্ড পুঁজি নিয়ে বোলিং নেমে যুক্তরাষ্ট্রকে মাত্র ১০৪ রানে অলআউট করেছে জিম্বাবুয়ে। ম্যাচ জিতে নেয় রেকর্ড ৩০৪ রানে! যা ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয়। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৭ রানে জিতে বিশ্বরেকর্ড গড়েছিল ভারত। রানের হিসাবে জিম্বাবুয়ের আগের সেরা জয় ছিল ২০২ রানে, ১৯৯৯ সালে কেনিয়ার বিপক্ষে। এবার সেটিকেও ছাড়িয়ে গেছে তারা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দলীয় ৫৬ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩২ রান করে ফিরেন ইনোসেন্ট কাইয়া। দ্বিতীয় উইকেটে ১৩১ বলে ১৬০ রানের জুুটি গড়েন উইকেটরক্ষক জয়লর্ড গাম্বি ও শন উইলিয়ামস। গাম্বি ৭৮ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।
সেঞ্চুরির পর ইনিংসের ৪৯তম ওভারে আউট হবার আগে ক্যারিয়ার সেরা ১৭৪ রান করেন উইলিয়ামস। ১০১ বল খেলে ২১টি চার ও ৫টি ছক্কা মারেন জিম্বাবুয়ে অধিনায়ক। ফর্মের তুঙ্গে থাকা সিকান্দার রাজা ২৭ বলে ৪৮ ও রায়ান বার্ল ১৬ বলে ৪৭ রান করেন। ৫ চার ও ২ ছক্কায় ইনিংস সাজান রাজা। শেষ দিকে ৪ ছক্কা ও ৩ চার হাঁকিয়েছেন বার্ল।
৪০৯ রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। স্টিভেন টেলর রানের খাতা খোলার আগেই ফিরেন। আরেক ওপেনার সুশান্ত মোদানি আউট হয়েছেন মাত্র ৬ রান করে। মোনাক প্যাটেল, অ্যারন জোনস, শায়ান জাহাঙ্গীর, গাজানন্দ সিংরা আউট হয়েছেন দ্রুতই। পঞ্চাশ পেরোনোর আগে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ২৪ রান করেছেন অভিষেক পারাদকার। এ ছাড়া ২১ রান এসেছে জাসদীপ সিংয়ের ব্যাট থেকে। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন এনগারাভা ও রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post