স্পোর্টস ডেস্ক:: যারা স্পিনের বিপক্ষে ভালো খেলেন, তাদেরকেই আউট করলেন রিশাদ। শাদাব খান, সালমান আগা ও জিমি নিশামদের আউট করে নিজের ফ্র্যাঞ্চাইজি থেকে পুরস্কার হিসেবে আইফোন জিতেছেন রিশাদ হোসেন।
লাহোর কালান্দার্সের হয়ে খেলা বাংলাদেশের এই তারকা প্রশংসা পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি পরিচালকের। দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোরের হয়ে রিশাদ তিনটি মূল্যবান উইকেট শিকার করেন। দলকে জেতান। ম্যাচ জয়ের পর পারফর্মাদের পুরস্কৃত করে থাকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি।
রিশাদকে দলে ফেরানোর গল্প জানিয়ে লাহোরের পরিচালক সামিন রানা জানান, পাকিস্তান পেসার জামান খানের জায়গায় রিশাদকে খেলানো কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিল, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’
পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের লেগ স্পিনার। পিএসএলে রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১২টি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.১০। তার প্রশংসায় পঞ্চমুখ ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০