স্পোর্টস ডেস্কঃ চলতি আইপিএলে টানা ৬ হারের পর অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একের পর এক দাপুটে জয়ে উড়তে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে গত রাতে হারের স্বাদ দিল টেবিলের তলানিতে থাকা দলটি। বৃহস্পতিবার ফাফ ডু প্লেসিদের ৭ উইকেটে ২০৬ রান তাড়া করতে নেমে প্যাট কামিন্সের হায়দরাবাদ থেমেছে ৮ উইকেটে ১৭১ রানে। তাদেরকে ৩৫ রানে হারিয়ে টানা ৬ হারের পর জয়ের মুখ দেখল বেঙ্গালুরু। ৯ ম্যাচে ডু প্লেসিদের পয়েন্ট ৪, আর ৮ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১০।
হারের বৃত্ত ভেঙে ডু প্লেসি জানান, এবার স্বস্তিতে ঘুমাতে পারবেন তিনি। বেঙ্গালুরু অধিনায়ক বলেন, ‘আগের দুই ম্যাচে আমরা দারুণ লড়াই করেছি। হায়দরাবাদ ম্যাচটি ছিল ২৭০ রানের বেশি লক্ষ্যের এবং আমরা ২৬০ পর্যন্ত করতে পেরেছি। এরপর কলকাতা ম্যাচেও ভালো খেলেছি, স্রেফ ১ রানে হেরেছি। আমরা রেকর্ড রান প্রায় তাড়া করেই ফেলেছিলাম। কয়েকটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে জয় দরকার। এই জয় বড় এক স্বস্তি। যে অবস্থাতেই থাকি না কেন, ম্যাচ জিততে না পারলেও এটা প্রভাবিত করে, মানসিকতা ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। আজ রাতে কিছুটা আরামে ঘুমাতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post