স্পোর্টস ডেস্কঃ জার্মান তারকা ইল্কাই গুনদোয়ান নাম লেখালেন বার্সেলোনায়। সোমবার ম্যানচেস্টার সিটি ও বার্সা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে। অভিজ্ঞ এই মিডফিল্ডারের বাইআউট ক্লজ রাখা হয়েছে ৪০ কোটি ইউরো। চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন গুনদোয়ান।
সদ্য শেষ হওয়া মৌসুমে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। সেই দলের অধিনায়ক ছিলেন গুনদোয়ান। ক্লাবটির হয়ে দীর্ঘ সাত মৌসুম মাঠ মাতিয়েছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের ৫ শিরোপা, লিগ কাপের ৪ শিরোপাসহ ৭ মৌসুমে মোট ১৪টি ট্রফি জিতেছেন এই মাঝমাঠের তারকা।
বার্সেলোনায় নাম লেখানোর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দা প্লেয়ার্স ট্রিবিউনে’ নিজের লিখা একটি চিঠি পোস্ট করেন গুনদোয়ান। সেখানে তিনি তুলে ধরেন বার্সাকে বেছে নেওয়ার পেছনের ভাবনা। তিনি লিখেন, ‘যদি সিটি ছাড়ার সিদ্ধান্ত নিই, তখন বিশ্বে কেবল একটি ক্লাবই ছিল যেখানে যাওয়াটা অর্থবহ ছিল। হয় বার্সেলোনা, নাহলে কিছুই নয়। ছোটবেলা থেকেই আমি একদিন এই জার্সিটি পরার স্বপ্ন দেখেছিলাম।’
সিটিকে নিয়ে গুনদোয়ান বলেন, ‘গত সাত বছর ধরে ম্যানচেস্টার সিটির অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ম্যানচেস্টার সিটি আমার ঘর। এখানে অনেক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। আর গত মৌসুমটা ছিল বিশেষ—আমার ক্যারিয়ারের সেরা অভিজ্ঞতা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post