স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজের। সীমিত ওভারের ক্রিকেটে তিনি দলটির আস্থার নাম। সাদা বলের দুই ফরম্যাটে গুরবাজ নিয়মিত মুখ হলেও, এতদিন পর্যন্ত সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো গুরবাজের।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে গুরবাজের। আবুধাবির টলারেন্স ওভালে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করবে আফগানিস্তান। এদিকে আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাবের পর থেকে সব মিলিয়ে ৯০ ম্যাচ খেলেছেন গুরবাজ, ওয়ানডেতে ৩৮টি ও টি-টোয়েন্টিতে ৫২টি। প্রথম শ্রেণির ক্রিকেটে গুরবাজের পারফরম্যান্স অবশ্য চোখে পড়ার মতো। ঘরোয়া ক্রিকেটে ১২ ম্যাচ খেলে ১৯ ইনিংসে ৪৯.৫২ গড়ে তার রান ৯৪১। সাতটি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।
আফগানদের নেতৃত্ব দিচ্ছেন হাশমতউল্লাহ শহিদি। তবে পিঠের অস্ত্রোপচার থেকে এখনও সেরে না ওঠায় স্কোয়াডে নেই তারকা লেগ স্পিনার রশিদ খান। এদিকে আইরিশদের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। খেলছেন সা বলের অধিনায়ক অধিনায়ক পল স্টার্লিং। আফগানদের একাদশও বেশ শক্তিশালী।
আফগানিস্তান একাদশঃ রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নূর আলী জাদরান, নাসির জামাল, করিম জানাত, জিয়া-উর-রহমান, নিজাত মাসুদ, নাভিদ জাদরান ও জহির খান।
আয়ারল্যান্ড একাদশঃ পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), অ্যান্ড্রু বালবির্নি, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ক্রেগ ইয়ং ও থিও ভ্যান ওয়ার্কম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post