স্পোর্টস ডেস্কঃ ২০২৪ কোপা আমেরিকার আসর বসবে যুক্তরাষ্ট্রে। আগামী বছরের ২০ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী আর্জেন্টিনা মুখোমুখি হবে কনকাকাফ অঞ্চলের বাছাই পেরিয়ে আসা কানাডা ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর মধ্যে যেকোনো দল। আটলান্টার মার্সেডিস বেঞ্জ স্টেডিয়ামে হবে দুই দলের লড়াই।
কোপা আমেরিকার ৪৮তম আসর শেষ হবে ১৪ জুলাই। হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে আসরটি। এর আগে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। যেখানে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে চিলি ও পেরুকে পেয়েছেন লিওনেল মেসিরা। গ্রুপের অপর দল হবে কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে যেকোনো দল।
গ্রুপ ‘বি’তে কনমেবলের দুই দেশের সঙ্গে আছে কনকাকাফের দুই দেশ। ইকুয়েডর ও ভেনেজুয়েলাকে লড়তে হবে শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে। তাদের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ জ্যামাইকা। গ্রুপ ‘সি’ তে উরুগুয়েকে লড়তে হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল বলিভিয়া ও পানামা। অন্যদিকে ব্রাজিল পড়েছে গ্রুপ ‘ডি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ কনমেবল অঞ্চলের দুই দেশ কলম্বিয়া ও প্যারাগুয়ে। বাছাইপর্ব পেরিয়ে কনকাকাফ থেকে এ গ্রুপে আসবে কোস্টারিকা অথবা হন্ডুরাসের থেকে যেকোনো একটি দেশ।
Discussion about this post