স্পোর্টস ডেস্কঃ সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে জয়ের দেখা পেয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশটি বুধবার ভারতের ব্যাঙ্গালোরে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে নেপালকে।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরে কুয়েত। ২৩ মিনিটে ডেডলক ভাঙেন খালিদ ইব্রাহিম। ৪১ মিনিটে নেপালের জালে আবার বল জড়ান সাবিব আল খালদি। বিরতি থেকে ফিরে আক্রমণে আরও ধার বাড়ায় কুয়েত। একের পর এক আক্রমণে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকে নেপাল।
ম্যাচের ৬৫ মিনিটে তৃতীয় গোল পায় কুয়েত। পারস্য উপসাগর তীরের দেশটির হয়ে তৃতীয় গোল করেন মোহাম্মদ আবদুল্লাহ দাহাম। ৬৮ মিনিটে গোলের দেখা পায় নেপাল। সেটি অবশ্য হারের ব্যবধানই কমাতে পেরেছে। গোল করেন অঞ্জন বিস্তা। এতে ফলাফল দাঁড়ায় ৩-১ গোলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post