নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন থেকে মাঠের বাইরে থাকা ওপেনার তামিম ইকবাল আজ (মঙ্গলবার) অনুশীলন করছিলেন মিরপুরে। তবে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই বাঁহাতি ব্যাটার অনুশীলনে চোট পেয়েছেন। তাসকিন আহমেদের বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। জানা গেছে তেমন গুরুতর কিছু হয়নি তাঁর।
তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। ছিলেন না বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজেও। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দলেও তিনি ছিলেন না। আসন্ন বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক। তবে ফেরার আগে আরেকদফা চোট পেলেন তামিম।
তাসকিনের হঠাৎ লাফিয়ে উঠা বলে ডিফেন্স করতে চেয়েছিলে তামিম। বাঁহাতি এই ব্যাটার পেরে উঠতে পারেননি ঠিকঠাক। বুক বরাবর সেই ডেলিভারি আঘাত লাগে তার বাম হাতে। তামিমের চোটের ব্যাপারে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘গুরুতর কিছু নয়। এখন আর ব্যথাও নেই। ফোলা যেন না বাড়ে তাই ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কালকে আবার ব্যাটিং করতে পারবেন আশা করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































Discussion about this post