স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে তিন দিন আগে ঘরের মাঠে অ্যাস্টন ভিলা হারায় শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে। গত রাতে তারা হারিয়ে দেয় আরেক শিরোপা প্রত্যাশী দল আর্সেনালকে। তাতে গড়েছে নতুন রেকর্ড। এ নিয়ে লিগে নিজেদের মাঠে টানা ১৫ ম্যাচ জয়ের স্বাদ পেল ভিলা, যা তাদের নতুন রেকর্ড।
শনিবার রাতে ঘরের মাঠ ভিলা পার্কে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক অ্যাস্টন ভিলা। জন ম্যাকগিন স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন। ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। লেওন বেইলি একাধিক ডিফেন্ডারকে পায়ের কারিকুরিতে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাক করেন। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে শরীর ঘুরিয়ে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন ম্যাকগিন।
প্রথমার্ধে আর্সেনাল তেমন সুযোগই তৈরি করতে পারেনি। ৩২ মিনিটে বুকায়ো সাকা প্রথমবারের মতো ভিলার গোলমুখে শট নিতে পারেন। তবে সেই শট ভিলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। বিরতির আগে মার্টিন ওডেগার্ডের একটি শট ও গ্যাব্রিয়েল জেসুসের ডান পায়ের শট ঠেকিয়ে ভিলার ত্রাতা হন মার্টিনেজ।
৫৬তম মিনিটে কিছুটা ভাগ্যের ছোঁয়ায় বেঁচে যায় ভিলা। কর্নার ক্লিয়ার করতে অনেকটা লাফিয়ে মার্টিনেজের ফিস্ট করার পর ওলি ওয়াটকিন্সের গায়ে লেগে বল জালে দিকে যাচ্ছিল, গোললাইন থেকে ক্লিয়ার করেন কার্লোস। এরপর ফর্মের তুঙ্গে থাকা মার্টিনেজকে কাটিয়ে ৬১তম মিনিটে সাকা জালে বল জালে জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল।
ম্যাচের শেষদিকে কাই হাভার্টজ বল জালে জড়িয়ে উদযাপন করলেও রেফারি হ্যান্ডবলের বাঁশি বাজান। ভিএআর চেকে শট নেওয়ার আগে হাভার্টজের হ্যান্ডবল হওয়ার সিদ্ধান্তই অটুট থাকে। ফলে ম্যাচে ফেরা হয় নি আর্সেনালের। এই হারে শীর্ষে ওঠার সুযোগ হারাল আর্সেনাল। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিলা। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post