স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেটের টি-২০ ফরম্যাটে শেষ হলো পঞ্চপাণ্ডবের অধ্যায়। সবশেষ মাহমুদউল্লাহ রিয়াদও সরে দাঁড়ালেন এই ফরম্যাট থেকে। দিল্লীতে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগের দিন সাইলেন্ড কিলার জানিয়ে দিয়েছেন, ভারত সিরিজের পরেই তিনি অবসর নেবেন সংক্ষিপ্ত ফরম্যাট থেকে। চার/ছক্কার টি-২০ ক্রিকেটে লাল সবুজ জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না তাঁকে।
দেশের মাটিতে কেন নয়? কেন বিদেশ গিয়ে অবসরের ঘোষণা দিলেন এমন প্রশ্ন তুলছেন তার সমর্থকেরা। সকলের চাওয়া ছিলো প্রিয় মিরপুরের হোম অব ক্রিকেট থেকেই বিদায় জানাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে জানা গেছে, মাহমুদউল্লাহ রিয়াদ দেশে থাকতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় বসে অবসরের সিদ্ধান্ত নিয়ে বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই ভারত সফরে যান।
গোয়ালিয়রে প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ দলের বড় হারের পরপরই মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ইঙ্গিত মেলে। সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নে অধিনায়ক নাজুমল হোসেন শান্ত জানান, বোর্ডের সাথে আলাপ করেই গেছেন রিয়াদ। তার বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে দ্রুতই। এরপর সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের ভেন্যু দিল্লীতে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
ভারতের বিপক্ষে সিরিজই রিয়াদের শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ। হায়দ্রাবাদে শেষ ম্যাচ খেলে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে গুডবাই জানাবেন সাইলেন্ড কিলার খ্যাত এই অভিজ্ঞ ক্রিকেটার। ৩৯ বছর ছুঁই ছুঁই এই তারকা টি-২০ ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ।
দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে অবসরের ঘোষণা দিলেও রিয়াদ সিরিজের শেষ ম্যাচটি খেলবেন। এরপরই নেবেন অবসর। আগামি ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচ। অবসরের সিদ্ধান্ত ইতিমধ্যে ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন রিয়াদ। বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছেন। এরপরই নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করে গণমাধ্যমের সামনে হাজির হন তিনি।
গোয়ালিয়রে প্রথম টি-২০ সিরিজ হারের পর সংবাদ সম্মেলনেও রিয়াদের অবসর নিয়ে প্রশ্ন উঠেছিলো। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে ছিলেন, বিষয়টি নিয়ে রিয়াদ বোর্ডের সঙ্গে কথা বলছেন। এবার সেই তথ্যের সত্যতা মিললো।দেশের ক্রিকেটের বহু জয়ের নায়ক ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। টেস্টের পর টি-২০ থেকে অবসর নিলেও মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে খেলা আরো কিছু দিন চালিয়ে যাবেন। অনেকের ধারণা আগামি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলতে পারেন তিনি। এরপরই হয়তো চিরতরে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। সরে দাঁড়াবেন তিন ফরম্যাট থেকেই।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-২০ অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। টি-২০ ফরম্যাটে অধিনায়কত্বও করেছেন রিয়াত। ৪৩টি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন দলকে। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-২০ ম্যাচে, হার ২৬টিতে। ২০২১ সালের জুলাইয়ে বিদেশ সফরেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ছাড়ছেন টি-২০ ফরম্যাটকেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































