স্পোর্টস ডেস্ক:: আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ইস্যু নিয়ে রীতিমতো তুলকালাম। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না। ইতিমধ্যে পিসিবির চেয়ারম্যান মহসনি নাকভী পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুুতি স্থগিতের নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের একটি গণমাধ্যম এমন খবর দিয়েছে।
পাল্টা পদক্ষেপ নিয়েছে আইসিসিও। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিবেচনা করছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছে, আইসিসি থেকে স্কটল্যান্ডকে প্রস্তুুতি থাকতে বলা হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ দল যদি না যায়, তবে টাইগারদের গ্রুপে তাদের স্থানে স্কটল্যান্ড খেলবে।
প্রতিবেশি দেশ ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে এখনও পর্যন্ত অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ গ্রুপ বদলে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে। এএফপির খবর অনুযায়ী, বিসিবি এই দাবিতে অটল আছে। পাল্টা পদক্ষেপ হিসেবে আইসিসি ভাবছে, বাংলাদেশ ভারতে যেতে রাজি না হলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। বিশ্বকাপে জায়গা না পাওয়াদের মধ্যে স্কটল্যান্ড র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে। ১৮২ রেটিং ও ৪১৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে আছে তারা। বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০ দল।
অপর দিকে পাকিস্তান আগেই জানিয়েছে, শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে না পারলে দেশটি বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভী এবার জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপে না গেলে পাকিস্তানও যাবে না। এরই মধ্যে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুুতি স্থগিতও করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































