নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশাল জয়ের দিনে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এক দিন পরই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হলো। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
ঘোষিত সেই দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন। এর আগে ওয়ানডে দলেও ফিরেন আফিফ। এদিকে যথারীতি সাকিব আল হাসানই থাকছেন অধিনায়ক। না খেলেই সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক।
সূচি অনুযায়ী ঈদ উল আজহার পর আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল খেলবে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ। এরপর দুই দল যাবে সিলেটে। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post