স্পোর্টস ডেস্ক:: ইন্টার মায়ামিতে মেসির অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। কিন্তুু এই অভিষেকটা পিছিয়ে যেতে পারে। চুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে জঠীলতায় তৈরি হওয়ায় বিশ্বকাপ জয়ী অধিনায়কের অভিষেক বিলম্ব হচ্ছে।
মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রের এমএলএস অল-স্টার্সের ম্যাচ আছে আর্সেনালের সঙ্গে। আমেরিকায় থাকা ফুটবলাররা খেলবেন ম্যাচটি। সেই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা তৈরি হয়েছিলো। যুক্তরাষ্ট্রের অল স্টার্স একাদশের হয়ে তিনি মাঠে নামতে পারেন এমন গুঞ্জন ছড়িয়ে ছিলো।
কিন্তুু আর্সেনালের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি থাকবেন না যুক্তরাষ্ট্রের অল-স্টার্স একাদশে। আগামি ২১ জুলাই মায়ামির জার্সিতে মেসির অভিষেক হওয়ার কথা। তার আগে ১৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে ক্লাবটির জার্সিতে গণমাধ্যমের সামনে আসার কথা তার। এর মধ্যে আবার ১৯ জুলাই ছিলো আর্সেনালের ম্যাচটি।
ফলে ১৬ জুলাই অভিষেক হয়ে গেলে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের অল স্টার্স একাদশের হয়ে মেসি খেলবেন এমন গুঞ্জন ছিলো। তবে ইতিমধ্যে অল-স্টার্স একাদশের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ওয়েইন রুনি। ডিসি ইউনাইটেডের ইংলিশ এই কোচ থাকছেন ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের অল স্টার্স একাদশের ডাগ আউটে।
ওয়েইন রুনির ২৬ সদস্যের সেই দলে মেসির জায়গা হয়নি। মূলত চুক্তি স্বাক্ষর না হওয়া আরো কিছু জঠীলতায় নেই তিনি। অনেকে ধারণা করছেন এসব জঠীলতায় ২১ জুলাইয়ে তার অভিষেকও পিছিয়ে যেতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post