স্পোর্টস ডেস্কঃ পিএসজি থেকে বিদায়ের পর মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে বর্তমান চুক্তির মেয়াদ। এরপর গুঞ্জন ওঠে, সৌদি আরবের আল হিলাল বা সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরবেন মেসি। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিকেই বেছে নিলেন তিনি।
ইউরোপের শীর্ষ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ন্যু ক্যাম্পের চেনা আঙিনায় ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু নানা কারণে তা পূরণ হয়নি। মেসি বলেন, ‘আমি আসলেই বার্সেলোনাতে ফিরতে চেয়েছিলাম এবং এটা নিয়ে খুবই শিহরিত ছিলাম। কিন্তু সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল, সেই অবস্থার মধ্যে আবার পড়তে চাইনি; সামনে কী ঘটবে, তা দেখার অপেক্ষায় থাকতে এবং অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চাইনি।’
মেসি আরো বলেন, ‘শুনেছি (আমাকে আনার জন্য) বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের বেতন কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এইসব কিছুর দায় নিতে চাইনি।’
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে মায়ামিতে যোগ দিলে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে মেসিকে। এমনকি খেলা ছাড়ার পর নাকি এমএলএসের একটি ক্লাবের মালিকানাও দেয়া হবে তাকে!এদিকে চলতি সপ্তাহের শুরুতেই মেসির বাবা হোর্হে মেসি জানিয়েছিলেন যে, বার্সেলোনাতে প্রত্যাবর্তনই মেসির বেশী পছন্দ। কিন্তু ক্লাবটির আর্থিক পরিস্থিতিই মুলত চুড়ান্ত চুক্তিকে অসম্ভব করে তুলেছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post