স্পোর্টস ডেস্কঃ সব জল্পনা-কল্পনা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ ছিল ভারত ও পাকিস্তানের লড়াই। আর সেই ম্যাচ নিয়ে আয়োজক ভারত ও প্রতিপক্ষ পাকিস্তানের মধ্যে চলছিল টানাপোড়ন।
আর্থিকভাবে লাভজনক ও স্নায়ুচাপের সুবিধা নেওয়ার জন্য বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। তবে এশিয়া কাপ নিয়ে ভারতের নিমরাজি ও নিজেদের শঙ্কার কারণ দেখিয়ে ১ লাখেরও বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে খেলতে রাজি হচ্ছিল না পাকিস্তান।
তবে শেষ পর্যন্ত সেই আহমেদাবাদেই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। ১৫ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি। আইসিসির ঘোষিত সূচি দিয়ে চূড়ান্ত হয়েছে এই ম্যাচের সবকিছু।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গেল আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনালও হবে এই আহমেদাবাদেই।
এদিকে আয়োজক ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ্বকাপ শুরুর তিন দিন পর। ৮ অক্টোবর চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
অপরদিকে পাকিস্তান অবশ্য টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামছে। তাদের প্রথম খেলা ৬ অক্টোবর, হায়দ্রাবাদে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চলমান বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে আসা দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post