স্পোর্টস ডেস্ক:: টি-২০ ক্রিকেটে ইংলিশদের রেকর্ডের রাতে বিধ্বস্ত হয়েছে সাউথ আফ্রিকা। ২০ ওভারের ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের ‘রেকর্ড’ গড়া সল্ট ও বাটলারদের ব্যাটে ৩০৪ রান তুলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা রীতিমতো বিধ্বস্ত হয়। গুটিয়ে যায় ১৫৮ রানে।
যদিও ২০২৬ টি–২০ বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাই পর্বে গত বছর অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। শুধু আন্তর্জাতিক নয়, স্বীকৃত টি–টোয়েন্টিতেই এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। তবুও সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দুই দলের ম্যাচে ২০ ওভারে তিনশোর বেশি রান রীতিমতো বিস্ময়।
ম্যানচেস্টারে সিরিজে দ্বিতীয় টি–২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই টেস্ট খেলুড়ে দেশ। ক্রিকেটের দুই পরাশক্তি। কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। প্রোটিয়াদের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে এমন ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে তুলেছে ২ উইকেটে ৩০৪! দক্ষিণ আফ্রিকা এই রান তাড়া করতে নেমে হেরেছে ১৪৬ রানে। ১-১ ব্যবধানে সমতায় থাকা সিরিজের নিষ্পত্তি হবে আগামিকাল তৃতীয় টি-২০ ম্যাচে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ১০ ওভারে তুলে ১ উইকেটে ১৬৬ রান। ১২.১ ওভারেই ছাড়িয়ে যায় ২০০ রানের কোটা। নিজেদের টি–২০ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ৩০৪ রান করে। টেস্ট খেলুড়ে দুটি দেশের মধ্যে টি–২০ ম্যাচে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও। এর আগে রেকর্ডটি ছিল ভারতের দখলে। ২
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০