নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টে আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শনিবার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। মিরপুরে আফগানদের ৬৬২ রানের টার্গেট দিয়ে লিটন দাসের নেতৃত্বাধীন দল আজ জিতেছে ৫৪৬ রানে।
টেস্টে রানের দিক থেকে বাংলাদেশের এই জয় তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। ১৯৩৪ রানে ইংলিশদের ৫৬২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। রানের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন জয়ের কৃতিত্ব দিচ্ছেন দলের সবাইকে। এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘চাইলেই তো এতো বড় ব্যবধানে জেতা যায় না, কৃতিত্ব তো সবাইকে দিতেই হবে। এটা একটা বড় অর্জন, এর চেয়ে বড় ব্যবধানে জয় আপনি অধিনায়ক হিসেবে চাইতেও পারেন না, আমি অনেক খুশি।’
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই টেস্টে প্রথমবারের মতো লিটন দায়িত্ব পান। দায়িত্ব নিয়েই বাজিমাত তারকা এই ব্যাটারের। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে তিনি চিনিয়েছেন নিজেকে অন্যভাবে। যখন যে বোলার প্রয়োজন ঠিক তখনই তাকে এনেছেন বোলিংয়েক
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post