নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে টানা দ্বিতীয় ম্যাচে হারল ফরচুন বরিশাল। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। মিরপুরে আগে ব্যাট করে ১৬১ রান করে বরিশাল। রান তাড়ায় ইমরুল কায়েসের ফিফটিতে জয়ের ভিত তৈরি হয় কুমিল্লার। শেষদিকে জাকের আলী অনিক ও ম্যাথু ফোর্ডের ঝলকে স্বস্তির জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
জয়ের জন্য শেষ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম বলে কোনো রান নিতে পারেন নি জাকের। বরং রান আউটের শিকার হন খুশদিল শাহ। এরপর ক্যারিবিয়ান অলরাউন্ডার ফ্রডের সাহসী ব্যাটিংয়ে জয়ের দেখা পায় লিটন দাসের দল। ৪ বলে ১৩ রান করেন তিনি। ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় কুমিল্লা। এর আগে রান তাড়ায় নেমে শুরু থেকেই সাবধানী ছিল তারা। কিন্তু তারপরও ক্রিজে স্থায়ী হতে পারেননি নিউজিল্যান্ড সিরিজ খেলে বাংলাদেশে পা রাখা পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ১৫ বলে ১৮ রান করে তিনি শিকার হন দুনিথ ভেল্লালাগের। লঙ্কান বোলার পরের বলেই শিকার হন তাওহিদ হৃদয়কে।
২৬ রানের মধ্যে টানা ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। তৃতীয় উইকেটে ইমরুল কায়েসকে নিয়ে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক লিটন। কিন্তু তাকে ইনিংস বড় করার সুযোগ দেননি পেসার খালেদ আহমেদ। ১৮ বলে ১৩ রান করে আউট হন লিটন। হাল ধরেন ইমরুল। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেয়া রস্টন চেজ ১৫ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। অপরপ্রান্তে দাঁড়িয়ে ফিফটি তুলে নেন ইমরুল। তার ব্যাটে জয়ের পথে হাঁটছিল কুমিল্লা। কিন্তু ১৭তম ওভারের তৃতীয় বলে ইমরুলকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আব্বাস আফ্রিদি। ৪১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন আগের ম্যাচে ৬৬ রান করা ইমরুল।
জয়ের আশা সঞ্চার হয় বরিশাল শিবিরে। তবে একই ওভারের শেষ দুই বলে আব্বাসকে টানা দুটি ছক্কা হাঁকিয়ে কুমিল্লাকে লড়াইয়ে রাখেন জাকের আলী। শেষ ৩ ওভারে জয়ের জন্য ভিক্টোরিয়ান্সের প্রয়োজন ৩৩ রান। খুশদিল শাহ আর জাকেরের বিপরীতে বল করে ১৮ ও ১৯তম ওভারে ২০ রান দেন মোহাম্মদ ইমরান ও আব্বাস। শেষ ওভারে আক্রমণে আসেন খালেদ। প্রথম বলটি স্লোয়ার দেন টাইগার পেসার। মিস করেন জাকের। রানের জন্য নন-স্ট্রাইক প্রান্ত থেকে দৌড়ে উইকেটরক্ষকের থ্রোতে রান আউট হন খুশদিল। তাতে জয়ের সম্ভাবনা আরও বেড়ে যায় বরিশালের।
তবে সেটি হতে দেন নি ফোর্ড। ৪ বলে অপরাজিত ১৩ রান করেন তিনি। কুমিল্লা পায় জয়ের দেখা। বরিশালের পক্ষে তিন উইকেট শিকার করেন ভেল্লালাগে। একটি করে উইকেট পান খালেদ ও আফ্রিদি। এর আগে মুশফিকুর রহিমের নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে বরিশাল। খুলনার বিপক্ষে ৬৮ রানে অপরাজিত থাকা মুশফিক এদিন আউট হয়েছেন ৬২ রান করে। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট তুলে নেন রস্টন চেজ ও ম্যাথু ফর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post