স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি লড়াইয়ে নেমেছে উইন্ডিজ ও অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দুই দলের লড়াইয়ে প্রথম দিনে দাপট দেখিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদের সামনে অনেকটা অসহায় দেখা গিয়েছে ক্যারিবিয়ানদেরকে।
টস হেরে ব্যাট করতে নেমে ৬২.১ ওভারে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ দল। এক কার্ক ম্যাকেঞ্জি ছাড়া আর কেউই তেমন রান করতে পারেননি। ৯৪ বলে ৭ বাউন্ডারিতে সর্বোচ্চ ৫০ রান এসেছে তার ব্যাট থেকে। আর দলের শেষ ব্যাটার হিসেবে মাঠে নামা শামার জোসেপ কিছু রান করেছেন। ৪১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৬ রান করে দলকে দেড়শ’র নিচে অলআউটের লজ্জা থেকে মুক্তি দিয়েছেন।
দলীয় ১৪ রানে তেজনারায়ণকে দিয়ে উইকেট হারানো শুরু। এরপর নিয়মিতি বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত হ্যাজেলউড, কামিন্সদের বোলিং তোপে দুইশ’র আগেই অলআউট হয়ে পড়ে ক্যারিবিয়ানরা।
অস্ট্রেলিয়ার হয়ে ৪টি করে উইকেট শিকার করেন অধিনায়ক প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড। মিচেল স্টার্ক ও নাথান লায়ন ১টি করে উইকেট লাভ করেন।
এই রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দলটি দিন শেষ করেছে ২ উইকেটে ৫৯ রান নিয়ে। উসমান খাজা ৩০ রান ও ক্যামেরন গ্রিন ৬ রানে অপরাজিত আছেন। দলটি এখনও পিছিয়ে আছে ১২৯ রানে।
এদিন ওপেনার হিসেবে খেলতে নামেন স্টিভেন স্মিথ। সাম্প্রতিক সময়ে দীর্ঘ আলোচনা হয় ওয়ার্নারের অবসরের পর থেকে। শেষ পর্যন্ত স্মিথকে ওপেনার হিসেবে ঠিক করে টিম ম্যানেজম্যান্ট। তবে এই পজিশনে নিজের অভিষেক ইনিংসে সুবিধা করতে পারেননি স্মিথ। ২৬ বলে ২ বাউন্ডারিতে মাত্র ১২ রানেই শামার জোসেপের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ব্যর্থ হন টপ অর্ডারে নামা মার্নাস ল্যাবুশানেও। তিনি আউট হন মাত্র ১০ রান করে।
উইন্ডিজের হয়ে দুটি উইকেটই শিকার করেন শামার জোসেপ। দল ব্যর্থ হলেও, নিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে ব্যাটে-বলে তিনি বেশ ভালো পারফর্ম করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post