স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে সুপার সিক্সের লড়াইয়ে আরেকটি জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার সুপার সিক্স রাউন্ডের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২১ রানে হারিয়েছে লঙ্কানরা। টুর্নামেন্টে এটি তাদের টানা পঞ্চম জয়। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল দাসুন শানাকার দল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই স্বাগতিক জিম্বাবুয়ে।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আজকের জয়ে বিশ্বকাপের দুয়ারে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে আছে জিম্বাবুয়ে। অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ আছে বিপাকে। সুপার সিক্সের লড়াইয়ে তারা প্রথম দুই ম্যাচে হেরে গেছে। অনেক যদি-কিন্তুর হিসেবে লেখা হবে তাদের বিশ্বকাপ খেলার ভাগ্য।
শুক্রবার ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি শ্রীলঙ্কা। শুরু থেকেই বিপাকে পড়া দলটি ৪৭.৪ ওভারে অল আউট হয় ২১৩ রানে। ইনিংসের প্রথম বলেই পাথুম নিশাঙ্কার উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। দলীয় ৩৪ রানের মধ্যে পরপর ফেরেন কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা এবং চারিথ আশালঙ্কাও।
এরপর দলের হাল ধরতে নামেন ধনঞ্জয়া ডি সিলভা। দিমুথ করুনারত্নে আউট হন ৫১ বলে ৩৩ রান করে। শানাকা মাত্র ৫ রান অবদান রাখতে পেরেছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গাও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তিনি। মাহিশ থিকশানা করেন ২৮ রান। একপ্রান্ত আগলে রাখা ধনঞ্জয়ার ব্যাট থেকে আসে ১১১ বলে ৯৩ রান। তার ইনিংসটিতে ছিল ৮টি চার ও ২টি ছয়।
রান তাড়া করতে নেমে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে নেদারল্যান্ডস। স্কট অ্যাডওয়ার্ডস ৬৮ বলে ৬৭ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। ওয়েসলি বারেসি ৫০ বলে ৫২ ও বাস ডি লিড ৫৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন। বাকি ৮ ডাচ ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেনি।
শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা। ২টি উইকেট পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। একটি করে উইকেট গেছে লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা ও দাসুন শানাকার ঝুলিতে। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন লঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post