স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম হার দেখল ব্রাজিল। আগের ম্যাচে ড্র করা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আজ উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে। দারউইন নুনেজ ও দে লা ক্রুজের গোলে ২-০ গোলে সেলেসাওদের হারিয়েছে উরুগুয়ে।
উরুগুয়ের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর আগে উরুগুয়ের বিপক্ষে সবশেষ হেরেছিল সেই ২০০১ সালের জুনে; বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে। এদিকে কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর চলতি বছরে এই নিয়ে তিন ম্যাচ হারল ব্রাজিল। গত মার্চে মরক্কোর বিপক্ষে ২-১ এবং জুনে সেনেগালের বিপক্ষে ৪-২ গোলে হারে তারা।
প্রথমার্ধেই এক গোল হজম করে ব্রাজিল। ৪২ মিনিটে লিভারপুলে খেলা নুনেজের ডাইভিং হেড গোলে এগিয়ে যায় উরুগুয়ে। দুই মিনিট পর হাঁটুতে চোট পান নেইমার। ধারণা করা হচ্ছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি। কয়েক মিনিটের প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। লিগামেন্টের ক্ষতি হয়েছে কি না জানতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে মাঠ ছাড়তে বেশ হতাশ দেখা গেছে সৌদি আরবের ক্লাব আল হিলালের এই ফরোয়ার্ড।
৬৮তম মিনিটে ব্রাজিলের সবচেয়ে ভালো সুযোগটি তৈরি করেন রদ্রিগো। তবে ভাগ্য সহায় হয়নি তাদের, তরুণ ফরোয়ার্ডের ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক ক্রসবারে বাধা পায়। ৭৭ মিনিটে নুনেজের অ্যাসিস্টে তাদের আরও বড় ধাক্কা দেন লা ক্রুজ। বেশ কাছ থেকে জাল কাঁপান তিনি। তখনও বাকি ছিল অনেক সময়, ব্রাজিলের লড়াইয়ে ফেরার সুযোগ ছিল ঢের। কিন্তু বিবর্ণতা ঝেড়ে ফেলতে পারেনি তারা। হারতে হয় তাদের। যা চলতি বাছাইয়ে প্রথম ও বছরে তৃতীয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post