নিজস্ব প্রতিবেদক:: সিলেটে আবারো মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও ভারত নারী দলের দ্বিতীয় টি-২০ ম্যাচ। বৃষ্টিতে ম্যাচ বেশ কিছু সময় বন্ধ থাকলেও আম্পায়াররা কার্টেল ওভারে নেননি ম্যাচ।
নির্ধারিত ২০ ওভারের ম্যাচই হবে। তবে আম্পায়াররা ম্যাচের সময় বাড়িয়েছেন আরো এক ঘন্টা। শেষে সময় এক ঘন্টা বাড়ানোতে কাটতে হয়নি কোনো ওভার। বাংলাদেশ দল আবারো ব্যাট করতে মাঠে নেমেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো স্বাগতিক বাংলাদেশ দল। বৃষ্টিতে ম্যাচ বন্ধের আগ পর্যন্ত বাংলাদেশ ১১ ওভারে ৫ উইকেটে ৭০ রান তুলে। ২৫ রানে মুর্শেদা খাতুন ও শুন্য রানে অপরাজিত থাকা রিতু মনি ব্যাট করতে নামছেন।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি জিতে লিড নিয়েছে সফরকারী ভারত। নারী টি-২০ বিশ্বকাপের আগে আয়োজক বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছে ভারতীয় দল। সিলেটের দুই ভেন্যুতেই হবে সিরিজের সবগুলো ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post