স্পোর্টস ডেস্কঃ আইপিএলের আগামী আসরের জন্য মিনি নিলাম চলছে। তবে দুবাইয়ে রীতিমতো ঝড় উঠছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের নিয়ে। প্যাট কামিন্স ২১ কোটি ৫০ লাখ রুপিতে নতুন দল হিসেবে পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। যেটি কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। তবে মাত্র এক ঘন্টার মধ্যেই ভাঙল সেই রেকর্ড।
এবার সেই জায়গায় চমক দেখালেন মিচেল স্টার্ক। ৮ বছর পর আইপিএলে খেলতে যাওয়া এই পেসারকে নিয়ে নিলামে রীতিমতো যুদ্ধ হয়ে গেছে। আর সেই যুদ্ধে জয়ী শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কেকেআর। যা কিনা আইপিএলের ইতিহাসে রেকর্ড। নিলামে ২০ কোটির বেশি পাওয়া দ্বিতীয় ক্রিকেটার, তবে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক এখন এই বাঁহাতি পেসারের।
২ কোটি রুপি ভিত্তিমূল্যের স্টার্কের নাম ডাকতেই শুরুতেই বিড করে দিল্লি ক্যাপিটালস। এরপর সেখানে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ৮ কোটির পর জায়গা ছেড়ে দেয় দিল্লি। সেখানে যোগ দেয় কলকাতা। ১০ কোটির ঘর পার হতেই যোগ দেয় গুজরাট টাইটান্স। দুই দলের মধ্যেই এরপর থেকে লড়াই চলতে থাকে। তুমুল উত্তেজনা আর রোমাঞ্চ শেষে কলকাতা দেখে বিজয়ের হাসি।
গুজরাট ও কলকাতা দুই দলই রীতিমতো উঠে পড়ে লেগেছিল। কেউ কাউকে ছাড় দিতে চাইছিল না। তবে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রায় ২৫ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কেকেআর। স্টার্ককে নিয়ে নিলামে ঝড় উঠবে, সেটা অনুমেয় ছিল তবে এতটা হয়তো কেউই আশা করেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post