স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি পাকিস্তান দল। এশিয়া কাপ ইস্যু নিয়ে তৈরি হওয়া জঠীলতা শেষ পর্যন্ত পাকিস্তান সরকার পর্যন্ত গড়িয়েছে। ভারত যেহেতু পাকিস্তান খেলতে আসছে না, পাকিস্তানও তাই ভারতে খেলতে সম্মত হচ্ছে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারত সফরে যাওয়া নিয়ে বোর্ডের করার কিছু নেই। সরকারই যে সিদ্ধান্ত দেবে সেটাই হবে। এতোদিন বিষয়টি নিয়ে মুখ খুলেনি পাকিস্তান সরকার। অবশেষে দেশটির সরকার মুখ খুললো। জানিয়েছে, ভারত সফরের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এরপরই নেওয়া হবে সিদ্ধান্ত।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুমতাজ জাহরা বেলুচ ইসলামাবাদের এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘ক্রিকেটের ক্ষেত্রে বলতে পারি, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। পাকিস্তানে খেলতে না আসার যে নীতি ভারত নিয়েছে, তা হতাশাজনক। পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা থেকে শুরু করে বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত সবকিছু আমরা পর্যবেক্ষণ করছি এবং খতিয়ে দেখছি। আমাদের মতামত আমরা যথাসময়ে পিসিবিকে জানিয়ে দেব।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ভারত সফরের বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। যদিও পাকিস্তান সরকার এখনও বিষয়টি ঝুলিয়ে রেখেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post